চট্টগ্রামে মাইজভাণ্ডার দরবার শরিফের ওরস শুরু
সুফিবাদী আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১০তম ওরস যথাযথ ধর্মীয় মর্যাদায় ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরিফে শুরু হয়েছে। এবার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুলসংখ্যক ভক্ত ওরসে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার শেষ রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরস। এ উপলক্ষে দরবারের সাজ্জাদানশীন (পীর) শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ব্যাপক কর্মসূচি নিয়েছেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ভক্তদের মাজার জিয়ারত, মিলাদ ও খতমে কোরআন পাঠ। এ ছাড়া শুক্রবার দিবাগত মধ্যরাতে দরবার শরিফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহি ময়দানে বিশেষ মিলাদ, জিকির ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাত পেশ করবেন সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।