মাদ্রাসার বিনামূল্যের বই বিক্রির সময় জব্দ
মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি প্রায় ৫০০ পাঠ্যবই জব্দ করেছে পুলিশ। অবৈধভাবে বিক্রি করার সময় গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী কাঁঠালী এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সদর থানাধীন দাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাতে কুশাখালী দাখিল মাদ্রাসার সুপার মো. শাহজাহান মাদ্রাসা থেকে ওই বইগুলো বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন। এ সময় কাঁঠালী এলাকায় একটি ভ্যানে বইগুলো দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সমরকান্তি বসাক ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার প্রায় ৫০০ বই জব্দ করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন।
সহকারী কমিশনার (ভূমি) সমরকান্তি বসাক জানান, মাদ্রাসার সরকারি প্রায় ৫০০ পাঠ্যবই জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে একটি চক্র জেলার বিভিন্ন স্থানে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীর হাতে তুলে না দিয়ে বাজারে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।