আনসারুল্লাহ বাংলা টিমের হুমকির প্রতিবাদে নাটোরে ছাত্রলীগের বিক্ষোভ
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হুমকির প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে নাটোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ নাটোরের তিন সংসদ সদস্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রেসক্লাব সেক্রেটারি, জেলা ছাত্রলীগের সভাপতিসহ ২১ রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের চিঠি দেওয়ার প্রতিবাদে নাটোরে এই বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।
দুপুরে শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজ শাখা ছাত্রলীগ।মিছিলটি প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের ২১ নেতাকে হত্যার হুমকি দিয়ে বৃহস্পতিবার ডাক যোগে চিঠি পাঠায় আনসারুল্লাহ বাংলা টিম-১১। এ ঘটনায় নাটোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অনেকেই।