অবহেলিতদের জন্য বিদ্যালয় উদ্বোধন করলেন বি. চৌধুরী
টাঙ্গাইলের মধুপুরের গড়াঞ্চলের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মুসলেহ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা (বি.) চৌধুরী আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী বলেন, অবহেলিত দুর্গম এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িতে দিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আঞ্জুমানে হেদায়েতুল উম্মত বাংলাদেশের তত্ত্বাবধানে তাঁর ব্যক্তিগত অর্থায়নে মধুপুর গড়াঞ্চলের টেলকি গ্রামে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ বিনা বেতনে সব ছাত্রছাত্রী এতে শিক্ষার সুযোগ পেয়েছে।
এর আগে সাবেক রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজাতি মেয়েরা ঐতিহ্যপূর্ণ সাজে নেচে গেয়ে তাঁকে স্বাগত জানায়। পরে ফিতা কেটে এ স্কুলের উদ্বোধন করেন বদরুদ্দোজ্জা চৌধুরী। এ সময় তাঁর সহধর্মিণী হাসিনা ওবায়দা চৌধুরী ও মেয়ে ব্যারিস্টার ভুনা চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শামসুল আলম জোয়ার্দার। অন্যদের মধ্যে বক্তব্য দেন আঞ্জুমানে হেদায়েতুল উম্মত বাংলাদেশের মহাসচিব এম এ সাত্তার মোল্লা, অধ্যাপক ড. মুহাম্মদ ফাজলী ইলাহী, বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) এস এম গোলাম কিবরিয়া।