লক্ষ্মীপুরে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
লক্ষ্মীপুরে প্রায় পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাটের স্লুইসগেট এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করে কোস্টগার্ড।
এ সময় স্থানীয় চর রমণী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ সৈয়ালসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ভোরে মজু চৌধুরীর হাট এলাকা থেকে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ক্যাম্পের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শাহ হাবিবুর রহমান জানান, ভোর রাতে ঢাকা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে এক ট্রাক (পাঁচ লাখ মিটার) কারেন্ট জাল আসে। খবর পেয়ে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এ সময় কারেন্ট জাল বহন করা ট্রাক ও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা বলে ধারণা করছেন কন্টিনজেন্ট কমান্ডার।