রায়পুরে নারীকে হত্যা করে নাক কর্তন
লক্ষ্মীপুরের রায়পুরে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে নাক কেটে নিয়েছে।
আজ শনিবার দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের পূর্ব গাইয়ারচর গ্রামের একটি পানের বরজ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রায়পুরের হায়দারগঞ্জ পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।