স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিলন বিকাশ চাকমা (৫০) রাঙামাটির নানিয়ারচর উপজেলার নিম্ন ক্যাঙগালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেমায়ুন কবির জানান, রাতে একদল মুখোশধারী ব্যক্তি বিকাশ চাকমার বাড়ি ঘেরাও করে। তাঁকে ঘুম থেকে ডেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় তাঁর স্ত্রী বিরলতা চাকমাকেও জখম করা হয়।
ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয়। পূর্বশত্রুতার জের ধরে এটি ঘটতে পারে। পুলিশ বিকাশ চাকমার লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ওয়াসিং চাকমা মামলা করেছেন।