ধনবাড়ীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হারিণাতেলী মাদ্রাসা মাঠে শত শত মানুষ এই খেলা উপভোগ করেন। খেলায় চালাষ হা-ডু-ডু দল ৬-১ গেমে কেন্দুয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে প্রাইম অ্যাসেট গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান ধনবাড়ীতে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ী দলের মধ্যে এক লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চালাষ দলের খেলোয়াড় টাইগার।
এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রাইম অ্যাসেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।