চাঁপাইনবাবগঞ্জে শিবিরকর্মীকে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমির পেছনে এ ঘটনা ঘটে।
আরিফ চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহায়চর হঠাৎপাড়ায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা জানান, সকালে ফুলকুড়ি ইসলামী একাডেমির পেছনে ধারালো অস্ত্র দিয়ে শিবিরকর্মী আরিফ হোসেনকে (১৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তার গলায়, হাতে ও পায়ে কোপানোর চিহ্ন রয়েছে।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে আরিফের সহযোগীরাই তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছেন ওসি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রচার সম্পাদক শহীদুল ইসলাম জানান, আরিফ হোসেন তাঁদের কর্মী ছিল। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।