চট্টগ্রামে মাইজভান্ডার দরবার শরিফের ওরশ শেষ
জিকির ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মাইজভান্ডার দরবার শরিফের ১১০তম বার্ষিক ওরশ।
সুফিবাদী আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ওরশকে কেন্দ্র করে লাখো দেশি-বিদেশি ভক্ত ও আশেকানদের পদচারণায় তিনদিন ধরে মুখর ছিল মাইজভান্ডার দরবার শরিফ।
মাজারে গিলাপ চড়ানো, মিলাদ, জিকির ও ছেমা মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতা ছিল তিনদিনের এই আয়োজনে। ওরশকে কেন্দ্র করে মাইজভান্ডার দরবার শরিফ ও কয়েক কিলোমিটার আশপাশের এলাকা জুড়ে বসে গ্রাম্যমেলা।
ওরশের আনুষ্ঠানিকতা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী।