মেঘনা থেকে জাল, নৌকা, জাটকা জব্দ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী থেকে কারেন্ট জাল, জাটকা ইলিশ ও নৌকা জব্ধ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
আজ রোববার সকালে উপজেলার সাজু মোল্লার মাছঘাট এলাকা থেকে এসব জব্ধ করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম জানান, এ সময় চারটি ইঞ্জিনচালিত নৌকা, সাত ঝুঁড়ি জাটকা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, কোস্টগার্ডের কর্মকর্তা লে. জাফর ইমাম সজীব প্রমুখ।