নরসিংদীতে শেষ হলো তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা
নরসিংদীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলা সমাপ্ত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হকের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী নবনির্বাচিত পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি গবেষক জিল্লুর রহমান এডিএম মোহাম্মদ রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দিন প্রমুখ।
নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামসংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত মেলায় তথ্যপ্রযুক্তি বিষয়ক ৫০টি স্টল বসানো হয়েছিল। এ ছাড়া মেলায় ছিল ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, সেমিনার, ডিজিটাল সেন্টার, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উপভোগ করতে ভিড় জমান হাজারো নারী-পুরুষ ও শিশু।
এর আগে গত সোমবার এ মেলার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ।