অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই যাত্রী। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ছনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন উপজেলার চমরপাথালিয়া গ্রামের মৃত আয়নুল হকের স্ত্রী বিহারন বেগম (৬৫), একই গ্রামের আজগর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪২) ও সুঘাট গ্রামের আজিজুল হকের ছেলে দেল হোসাইন (৪০)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হাসমী এনটিভি অনলাইনকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি বগুড়ায় যাচ্ছিল। অপরদিকে অটোরিকশাটি উপজেলার চান্দাইকোনা থেকে বগুড়ায় যাচ্ছিল। পথে ছনকা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।’
এতে অটোরিকশা উল্টে পাঁচ যাত্রী আহত হন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।