রাতে আদালতে আগুন দিল দুর্বৃত্তরা
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদারের কক্ষে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আদালতের সেরেস্তাদারের কক্ষে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এনটিভি অনলাইনকে জানান, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। আগুনে কক্ষের সব কাগজপত্র পুড়ে গেছে। বাকি ক্ষয়ক্ষতির বিবরণ আগামীকাল জানানো হবে।