পদ্মায় নিখোঁজ চীনা কর্মকর্তার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত হি লিউকিয়ান (৩৫) নামে এক চীনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রিজাউল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘চীনের নাগরিক এই কর্মকর্তা পদ্মা সেতু নির্মাণে নদীশাসনের কাজে নিয়োজিত ছিলেন। আজ বিকেলে তাঁর লাশটি উদ্ধারের পর মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর লাশ চীনে পাঠানো হবে বলে জানান তিনি।
মাওয়া নৌফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ জানান, মাওয়ায় পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের কাছে নদীর মাঝ অংশে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের বেশ কয়েকটি জাহাজ নোঙর করা রয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে চীনা নাগরিক হি লিউকিয়ান কাঠের মাচার ওপর দিয়ে আরেকটি জাহাজে যাওয়ার সময় নদীতে পড়ে যান। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
মো. ইউনুছ আরো জানান, নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে এই চীনা কর্মকর্তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদের তলব করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডুবুরিরা কর্মকর্তার লাশটি উদ্ধার করেন।