কুমিল্লা-চট্টগ্রাম ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক চওড়া হবে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কুমিল্লা-চট্টগ্রাম ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক দুটি আরো ৩০ ফুট সম্প্রসারণ এবং এতে তিন চাকার যানবাহন চলাচল ব্যবস্থা করা হবে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর চৌমুহনীতে নির্মাণাধীন চার লেন সড়কের একটি অংশের (রিজিড পেভমেন্ট) উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় মন্ত্রী এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ফেনী থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুর পর্যন্ত সড়কগুলো আরো সম্প্রসারণ করা হবে। এতে করে যানজট দূর হবে। এ ছাড়া সাত কোটি টাকা ব্যয়ে চৌমুহনী চার লেনের কাজের জন্য আরো ১০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী আরো জানান, জাতীয় সংসদে আইন অনুযায়ী পৌরসভার মতো ইউনিয়ন পরিষদেও দলীয় প্রতীকে ভোট হবে।
উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই পথসভায় অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল বক্তব্য দেন।