ধামরাই থেকে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল মির্জাপুরে
ঢাকার ধামরাই থেকে নিখোঁজের দুদিন পর ইমরান (১১) ও শাকিল (১০) নামের দুই শিশুর গলাকাটা লাশ টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত ৮টার দিকে মির্জাপুর উপজেলার কামারপাড়া ময়ুরভাঙ্গা এলাকার একটি লেবুবাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ইমরান ধামরাই সদরের চরচৌহাট গ্রামের আবু বকর ও শাকিল একই গ্রামের দেলোয়ারের ছেলে। আবু বকর ও দেলোয়ার দুজনই ইরানপ্রবাসী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গত ২৭ জানুয়ারি (বুধবার) দুপুরে ইমরান ও শাকিল তাদের বাড়ি থেকে মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসে। এর পরদিন বৃহস্পতিবার নিহতের পরিবারের কাছে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শুক্রবার রাতে স্থানীয় লোকজন টাঙ্গাইলের শেষ প্রান্ত মির্জাপুরের একটি লেবুবাগানে শিশু দুটির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।