ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত
চাঁপাইনবাবগঞ্জ শহরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় এক আসামিও গুলিবিদ্ধ হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা জানান, আজ শুক্রবার সকালে পুলিশের কাছে খবর আসে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুঁড়ি একাডেমির পেছনে কলেজছাত্র আরিফকে কুপিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি জীবনকে দেখা গেছে। তাঁকে ধরতে পুলিশের একটি দল বেলা ১১টার দিকে অভিযান চালায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। জবাবে পুলিশও পাল্টা শটগানের চারটি গুলি ছোড়ে।
ককটেল হামলায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ও কনস্টেবল রাশেদুজ্জামান আহত হন। আর পুলিশের ছোড়া গুলিতে আহত হয় জীবন। আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জীবনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।