শেরপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
শেরপুর সদর উপজেলায় এক চালককে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে সদর উপজেলার কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৩০)। তিনি শ্রীবরদী উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রোববার রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার সময় খলিলুরকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
তবে তদন্ত না করে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাবে না বলে জানান ওসি।
নিহত খলিলুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কারাপাড়া এলাকায় বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। গতকাল রাতে বাড়ি না ফেরায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকালে কান্দিপাড়া এলাকায় ধানক্ষেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।