মুন্সীগঞ্জে আগুনে বৃদ্ধার মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের নিতিরা গ্রামে আজ শুক্রবার দুপুরে আগুনে পুড়ে রুজু বিবি (৯০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সাতজন। অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, আড়িয়ল-বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম মাস্টারের চৌচালা টিনের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনে দগ্ধ হয়ে তাঁর বৃদ্ধা মা রুজু বিবি ঘটনাস্থলেই মারা যান। এ সময় রহিম মাস্টারের ঘরের আগুন ছড়িয়ে প্রতিবেশী রশীদ মাঝি, মালেক মাঝি ও করিম মাঝির চৌচালা টিনের ঘরও ভস্মীভূত হয়। আগুন নেভানোর চেষ্টার সময় সাত নারী ও পুরুষ আহত হন। তাঁদের স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মী আমির হোসেন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।’