নালিতাবাড়ীর গহিন অরণ্যে র্যাবের অভিযান সমাপ্ত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামে র্যাব ৫-এর অভিযানের মূল পর্ব আজ মঙ্গলবার দুপুরে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযানের অংশ হিসেবে এলাকায় র্যাবের টহল চলছে। গতকাল সোমবার ভোররাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চলে।
র্যাব জানিয়েছে, এ অভিযানে সর্বশেষ ৪৮ হাজার ২৫৭ রাউন্ড গুলি, দুটি ভারী মেশিনগান, দুটি স্নাইপার রাইফেল, একটি এ কে ৫৬ রাইফেল, বিমানবিধ্বংসী অস্ত্রের অংশ, ভারী মেশিনগানের ব্যারেল, অত্যাধুনিক স্যাটেলাইট টেলিফোনসহ বিভিন্ন প্রকার যুদ্ধের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব ৫-এর সদর কোম্পানি কমান্ডার শ্যামল চৌধুরী অনানুষ্ঠানিকভাবে জানান, র্যাবের অভিযানের মূল পর্ব শেষ হয়েছে। তবে যে এলাকা থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে, সে এলাকায় র্যাবের টহল অব্যাহত আছে।
এদিকে আজ বিকেলে কালাপানি এলাকা গিয়ে দেখা গেছে, সেখানে র্যাব ১৪-এর সদস্যরা অবস্থান করছেন। তাঁদের প্রশ্ন করলে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তাঁরা এখানে কত সময় থাকবেন কিংবা আরো অভিযান চলবে কি না, তা জানাতে পারেননি।
এদিকে, এলাকার মানুষ এ ব্যাপারে কোনো কথা বলতে চাইছেন না। অনেকে জানালেন, ‘তাঁরা বিষয়টি জানতে না। পরে র্যাবের অভিযান চলাকালে দেখেছেন এবং রাতে টেলিভিশনের খবরে জেনেছেন পুরো বিষয়টি।’
এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় নালিতাবাড়ী থানায় র্যাবের উপমহাপরিদর্শক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।