বরগুনায় বিআরটিসির বাসে আগুন
বরগুনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোররাত ৪টার দিকে শহরের পশ্চিম বরগুনা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের হেলপার এস এম কাইউম জানান, রাতে সদর রোডে পার্কিং করা বিআরটিসির বাসটিতে ঘুমিয়ে ছিলেন তিনি। ভোররাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে বাসের পেছন থেকে আগুন জ্বলতে দেখেন। পরে জানালা দিয়ে লাফিয়ে পড়ে চিৎকার করলে প্রথমে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সাভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-২১২২) বরগুনা-খুলনা সড়কে চলাচল করে। আগুন দেওয়ার পর বাস থেকে লাফিয়ে নামার সময় কম বয়সের দুটি ছেলেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বাসটির হেলপার কাইউম।
বরগুনার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, আগুনে বাসটির ভেতরে সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান চলছে।