অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে নরসিংদী : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, নরসিংদীতে যে প্রক্রিয়ায় শিল্পের প্রসার ঘটছে তাতে এমনিতেই নরসিংদী অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে। সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা দিলাম কিন্তু কাজ হলো না, তাতে কোনো লাভ নেই। কর্মকাণ্ড হওয়াটাই বড় কথা।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ ইউরিয়া সার কারখানার প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘সারা দেশেই গ্যাসের সমস্যা রয়েছে, এটি দূর হলে উৎপাদনে আর বেঘাত থাকবে না। বিদ্যুৎ উৎপাদনেরও চেষ্টা চলছে। কাজ শেষ হলে আগামীতে দেশের বৃহত্তর দুটি সার কারখানায় সার উৎপাদনে কোনো সমস্যা থাকবে না।’
এ সময় নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সার কারখানা ব্যবস্থাপকসহ স্থানীয় নেতা, কারখানার অন্যান্য কর্মকর্তা এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।