নরসিংদীতে সিইসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন পরাজিত কাউন্সিলর প্রার্থী মো. ওবায়দুর রহমান।
গত ১২ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে মাধবদী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণের সময় ব্যাপক অনিয়মের অভিযোগে এনে এ মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। ট্রাইব্যুনাল আগামী ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মামলার আরজিতে বাদী ওই ওয়ার্ডে নতুন করে ভোট গণনার দাবি করেছেন। মামলাটি বিকেলে হলেও রাত ১০টার পর বিষয়টি জানাজানি হয়।
মামলায় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদসহ আরো আসামি করা হয়েছে—নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) আবু হেনা মোরশেদ জামান, রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম, নরসিংদী সদরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রিসাইডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বিজয়ী কাউন্সিলর মো. শেখ ফরিদ ও অন্য পরাজিত প্রার্থী মো. ইসমাইল হোসেনকে।