ককটেল বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে আহত মো. জুয়েল (৩০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিটি হাসপাতালে আজ সকালে মারা গেছেন।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ছোট মোল্লাকান্দি (খাসকান্দি) গ্রামে একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে বিস্ফোরণে জুয়েলসহ তিনজন আহত হন। পুলিশের দাবি, ককটেল বানানোর সময় বিস্ফোরণে তাঁরা আহত হন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, রাত ১১টার দিকে আহত কাদের, মো. জুয়েল ও মো. সিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সারা শরীর স্প্লিন্টারে ঝাঁজরা হয়ে যাওয়ায় শুক্রবার সকালে তাঁদের অস্ত্রোপচার করা হয়। রাতে জুয়েলের অবস্থা অবনতি হলে তাঁকে সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়।
ঢাকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইদুর রহমান জানান, জুয়েলের মৃত্যুর খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার সিটি হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। আহত অন্য দুজন এখনো ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ককটেল বিস্ফোরণের পর বৃহস্পতিবার রাতেই মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের ও এসআই সৈকত স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘরে বসে ককটেল বানাচ্ছিলেন তাঁরা। এ সময় আকস্মিক কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতেই তাঁরা আহত হন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার শুক্রবার সকালে এনটিভি অনলাইনকে জানান, বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।