লক্ষ্মীপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাসচাপায় মো. মান্নান (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের গনিপুর ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. জাকের হোসেনের ছেলে। সে স্থানীয় দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল মান্নান। পথে গনিপুর ফোরকানিয়া এলাকায় দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।