দিলকুশায় বাণিজ্যিক ভবনে আগুন
রাজধানীর মতিঝিলের দিলকুশায় বহুতল একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিলকুশায় ইউনূস টাওয়ারের পাশে একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো তথ্যের বরাত দিয়ে আতাউর রহমান আরো জানান, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের শিখা ও ধোঁয়া দেখে লোকজন দ্রুত নিচে নেমে আসে। ভবনের ভেতরে কারো আটকে থাকার কথা জানা যায়নি।