মুন্সীগঞ্জে দোকান ভাঙচুর করতে গিয়ে ৬ শিক্ষার্থী আহত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আজ শনিবার শতবর্ষী এক স্কুল মার্কেটে দোকান দখলের চেষ্টার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ওই মার্কেটে দখলদারের দোকান ভাঙচুর করতে গিয়ে ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শিক্ষার্থীরা সেখানে পাঁচটি দোকান ভাঙচুর করে।
টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের শত বছরের পুরোনো কামারখাড়া স্বর্ণগ্রাম আর এন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হোসেন, জাহিদুল ইসলাম ও মো. শাকিন, নবম শ্রেণির শিক্ষার্থী মোরসালিন, মেহেদী হাসান ও সোহাগ আদরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ইজাজ হাওলাদার জানান, স্থানীয় ইউপি সদস্য আজিম কাউসারী বিদ্যালয়ের শত বছরের পুরোনো মার্কেটের একজন ভাড়াটে। ওই ইউপি সদস্য সম্প্রতি নকল কাগজপত্র বানিয়ে মার্কেটের পাঁচটি দোকান দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এ ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েক শ শিক্ষার্থী আজ বেলা ১১টার দিকে ঝাড়ু মিছিল বের করে। মিছিলটি কামারখাড়া-দিঘীরপাড় সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মার্কেটে গিয়ে পাঁচটি দোকান ভাঙচুর করে। এ সময় দোকানের মালামাল সামগ্রী শরীরের ওপর পড়লে ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ‘ঘটনা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’