মধুপুরে ভ্যানগাড়িকে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে গাঙ্গাইরে একটি ভ্যানকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুপুর উপজেলার বেকারগোনা গ্রামের ভ্যানচালক ফরহাদ হোসেন (৩০) ও তাঁর মা বেদেনা বেগম (৫৫)। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত আশরাফুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস গাঙ্গাইরে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা তাঁর মা ঘটনাস্থলেই নিহত হন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে প্রথমে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গুরুতর আহত আশরাফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পরে ধাক্কা দেওয়া যাত্রীবাহী বাসটি জব্দ করে পুলিশ। কিন্তু চালককে আটক করতে পারেনি তারা।