বরগুনায় বিএনপির ৫ নেতা-কর্মী আটক
বরগুনায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সদর উপজেলা বিএনপির সভাপতিসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম সালেহ ফারুক, বিএনপির কর্মী নজরুল ইসলাম বাবু, গাজী আরাফাত, জুয়েল প্যাদা ও আল-আমিন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশ সচেষ্ট রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে ভোররাত ৪টার দিকে শহরের পশ্চিম বরগুনা এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওই বাসচালকের সহকারী এস এম কাইউম জানান, রাতে সদর রোডে পার্কিং করা বিআরটিসির বাসে তিনি ঘুমিয়ে ছিলেন। ভোররাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে বাসের পেছনে আগুন জ্বলতে দেখেন। পরে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। চিৎকার করলে প্রথমে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।