খালেদা জিয়ার আদর্শ কী? : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়া বা ২০ দলের আদর্শ কী? উনি কি বলতে পারবেন পরিষ্কার করে ওনার আদর্শটা কী?’
আজ শনিবার দুপুরে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহনমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান নিয়ে ওই প্রশ্ন তোলেন তিনি।
খালেদা জিয়ার গতকাল শুক্রবার দেওয়া বক্তব্যের সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি, গোটা জাতি বিস্মিত হয়েছে। গতকালকে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে সংবাদ সম্মেলন করেছেন, তাতে নতুন কোনো কথা বলেননি। উপরন্তু যে কথাটা বলেছেন, আমি মনে করি, স্বাধীনতার বিরোধী একটা মনোভাব প্রকাশ করেছেন। তিনি যাঁদের নিয়ে আন্দোলন করছেন, তাঁরা কারা?’
নৌমন্ত্রী বলেন, ‘এখন ভিত্তি যদি হয় স্বাধীনতার বিরুদ্ধে, ভিত্তি যদি হয় যে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে হবে, ভিত্তি যদি হয় মানুষ হত্যার রাজনীতি করতে হবে, তাহলে এর ভিত্তিতে কোনো জাতীয় ঐক্য গড়ে উঠবে না। আরেকটা কথা উনি বলেছেন। সেটা হলো ওনার এই আন্দোলন নাকি আদর্শের এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন। প্রশ্নটি হলো, আদর্শটি কী? খালেদা জিয়া বা ২০ দলের আদর্শ কী? উনি কি বলতে পারবেন পরিষ্কার করে ওনার আদর্শটা কী?’
শাজাহান খান আরো বলেন, ‘আমি যেমন বলতে পারি পরিষ্কার করে, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, আমাদের মূল আদর্শই হলো মুক্তিযুদ্ধের আদর্শ। আর ওনার আদর্শ হলো মুক্তিযুদ্ধের বিরোধী আদর্শ। যে কারণে উনি মুক্তিযুদ্ধের বিরোধী সকল ব্যক্তিকে নিয়ে এই জোট (২০-দলীয় জোট) করেছেন।’
স্থলবন্দর পরিদর্শনের সময় নৌমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পরিচালক (হিসাব) মো. মফিজুল ইসলাম, শেফার্ড ল্যান্ডপোর্ট লিমিটেডের সমন্বয়কারী মো. জাহাঙ্গীরসহ বন্দর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।