গোপালগঞ্জে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা
জাতীয় দৈনিক ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গোপালগঞ্জে একটি মানহানির মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাবীন নিম্মীর আদালতে মামলাটি করা হয়।
১০ কোটি টাকার মানহানির ওই মামলার বাদী গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না।
এর আগে গত মঙ্গলবার লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের আদালতে হাজির হন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম মুন্না। পরে তিনি মানহানির এ মামলা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ডেইলি স্টারকে তথ্য সরবরাহ করে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়।
ডিজিএফআইর সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই ছাড়াই পত্রিকায় প্রকাশ করেন মাহফুজ আনাম। এ কারণে বাদী ও তাঁর সংগঠনের মানহানি হওয়ায় ১০ কোটি টাকার মামলা করা হয়েছে।
শুনানি শেষে আদালতের বিচারক মামলা তদন্ত করার জন্য গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করছেন শওকত আলী সিকদার।
গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেন।