কারচুপি হবে জেনেও ইউপি নির্বাচনে যাবে বিএনপি
কারচুপি হবে জেনেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন।
একই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানও। আজ শুক্রবার সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তাঁরা আরো বলেন, ব্যালটই বিএনপির প্রধান শক্তি।
বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘এর আগে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। এর পর পৌরসভা নির্বাচন হয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আমরা সব জানি। এগুলো ব্লু-প্রিন্ট মানে নীলনকশার মতো হচ্ছে, এটা আমরা দেখতে পাই।’
‘কিন্তু বিএনপি বিশ্বাস করে নির্বাচনে। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে। নির্বাচনে কারচুপি হবে জেনেও গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে যাবে বিএনপি। আমরা নির্বাচন করতে চাই। আমরা দেখতে চাই, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।’urgentPhoto
উচ্চ আদালতে ‘গৃহযুদ্ধ’ চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিচার বিভাগ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।’
অন্য একটি অনুষ্ঠানে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, দলের কাউন্সিল ব্যর্থ করার ষড়যন্ত্র করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের যেকোনো জায়গায়, এমনকি বটগাছের নিচে হলেও কাউন্সিল সফল হবে বিএনপির।
নাগরিক দল আয়োজিত এ অনুষ্ঠানে আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ‘বুলেট নয়, ব্যালটই বিএনপি ও জনগণের প্রধান শক্তি। নির্বাচনে বিএনপি ভয় পায় না। যদি জনগণকে বিএনপি ভয় না পায়, তাহলে নির্বাচনকে কেন আমরা ভয় পাব। নির্বাচনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, নির্বাচনে না যাওয়ারও কোনো কারণ নাই।’
ইউনিয়ন নির্বাচন পৌর ও উপজেলার মতো দখলের নির্বাচন হলে তা অর্থহীন হবে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
আগামী ২২ মার্চ প্রথম পর্যায়ে ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে। সারা দেশে চার হাজার ৫৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর মেয়াদ উত্তীর্ণ হবে চার হাজার ২৭৫টি ইউনিয়ন পরিষদের। ছয়টি ধাপে এগুলোতে নির্বাচন করবে কমিশন।
প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ, প্রতীক বরাদ্দ ৩ মার্চ এবং ভোট গ্রহণ ২২ মার্চ।
এই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কোনো রাজনৈতিক দল কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না।