এক মোটরসাইকেলে ৪ কিশোর, বাসচাপায় ৩ জন নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন শাহিন (১৬), আসমত (১৭) ও খোরশেদ (১৭)।
গুরুতর আহত জাকিরকে (১৬) শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবার বাড়ি শেরপুরের পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালির চরের নয়াপাড়ায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান মিয়া এনটিভি অনলাইনকে জানান, একটি মোটরসাইকেলে করে চারজন মধুটিলা ইকোপার্ক থেকে ফিরছিল। পেছন থেকে একই পথে ফিরছিল বনভোজনের আরেকটি বাস। নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের টেংরাখালী এলাকায় বাসটি মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
মোটরযান আইন অনুযায়ী, একটি মোটরসাইকেলে চালক ছাড়া একজন অতিরিক্ত যাত্রী চড়তে পারেন। এ ক্ষেত্রে উভয় যাত্রীকেই মাথায় সুরক্ষামূলক হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক।