শেরপুরে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মিয়া (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।
জুয়েল মিয়া নবীনগর এলাকার নূর হোসেনের ছেলে এবং বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর আলাল হোসেনের ভাতিজা। ১০ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় আটক হয়ে জেলহাজতে ছিলেন তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোবারক হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে কারাগার থেকে জুয়েল মিয়াকে সদর হাসপাতালে আনা হয়। এ সময় জুয়েল মিয়ার প্রস্রাব আটকে পেট ফুলে গিয়েছিল। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
আরএমও আরো জানান, কিডনি-সংক্রান্ত জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কারা তত্ত্বাবধায়ক ফরিদ আহমেদ জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য রোববার লাশের ময়নাতদন্ত হবে।
গত ৯ ফেব্রুয়ারি মাদক মামলায় পুলিশ নবীনগর থেকে জুয়েল মিয়াকে আটক করে। পরে ১০ ফেব্রুয়ারি মাদক মামলায় পুলিশ জুয়েলকে আদালতে পাঠায়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।