কেন্দুয়ায় আ.লীগের সম্মেলন দাবিতে বিক্ষোভ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে উপজেলার বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা।
রোববার দুপুর ২টা থেকে পৌর শহরের শহীদ মিনার মোড়, সাউদপাড়া মোড়, চিরাং মোড়, সাঝিউড়া মোড়সহ প্রধান প্রধান সড়কে তিন ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূঁইয়া, যুবলীগের আহ্বায়ক বিপুল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল, ছাত্রনেতা আলী হোসেন, ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জুনাইদ আহমেদসহ ১৩টি ইউনিয়নের অন্য নেতারা আন্দোলনে অংশ নেন।
দলীয় নেতারা জানান, এক যুগের বেশি সময় ধরে কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন হয় না। এভাবে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সম্মেলন শেষ করার নির্দেশ এলেও বারবার সম্মেলনের তারিখ দিয়ে তা পরিবর্তন করা হয়।
এদিকে, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও দলীয় আচরণবিধি ভঙ্গের নানাবিধ অভিযোগ ওঠে। বিক্ষোভকালে সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীরা পরে উপজেলা শহরে মিছিল বের করেন।