নাটোরে জমি খুঁড়তে গিয়ে মিলল পাত্রভর্তি প্রাচীন মুদ্রা
নাটোরের গুরুদাসপুরে মাটির নিচে ৫৫৫টি ধাতব মুদ্রার সন্ধান পাওয়া গেছে। তামার তৈরি মুদ্রাগুলো ১৮১৮ সাল বা সমসাময়িক সময়ের।
সোমবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামের শাহ আলমের জমিতে মাটির নিচ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়।
গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, গতকাল সন্ধ্যায় শাহ আলম তাঁর জমির মাটি খুঁড়ছিলেন। এ সময় তিনি জমির নিচে একটি মাটির পাত্রের সন্ধান পান। পরে পাত্রটি মাটির নিচ থেকে বের করে আনলে এর মধ্যে মুদ্রাগুলো দেখতে পান তিনি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ধাতব মুদ্রাসহ মাটির পাত্রটি তাঁদের কার্যালয়ে নিয়ে যান। পরে মুদ্রাগুলো গুনে এর মধ্যে ৫৫৫টি মুদ্রার হিসাব পান তাঁরা। পরে মুদ্রাগুলো প্রত্নতত্ত্ব বিভাগের কাছে পাঠানো হয়।