আশুলিয়ায় গাড়িচাপায় একজন নিহত
ঢাকার আশুলিয়ায় গাড়িচাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জিরাবো এলাকা থেকে অটোরিকশাটি দুজন যাত্রী নিয়ে জামগড়া যাচ্ছিল। বেঙ্গল প্লাস্টিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইট-সিমেন্টের মিশ্রণবাহী (রেডিমিক্স) গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর রেডিমিক্স গাড়ির চালক পালিয়ে যায়। নিহতের লাশ আশুলিয়া থানায় রাখা হয়েছে বলেও জানান ওসি।