পাথরঘাটায় ছাত্রলীগের সকাল-সন্ধ্যা হরতাল
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরগুনার পাথরঘাটা উপজেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ছাত্রলীগ। চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েলকে মনোনয়ন না দেওয়ায় এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
সকালে হরতাল সমর্থনে পাথরঘাটা পৌর শহরে মিছিল ও সমাবেশও করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া হরতাল সমর্থকরা পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে, ছাত্রলীগের ডাকা হরতালে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হরতালের কারণে পাথরঘাটা পৌর শহরের সব দোকান বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, হরতালে সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।