নাটোরে কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি, রোগীদের ভোগান্তি
চাকরি জাতীয়করণের দাবিতে নাটোরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ১৮৬টি কমিউনিটি ক্লিনিকে এ কর্মবিরতি চলছে।
ক্লিনিকে কর্মরতরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। একই দাবিতে এর আগে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা গ্রামের হতদরিদ্র মানুষ।