ইউপি নির্বাচন
রামগতি-কমলনগরে বিএনপির প্রার্থী চূড়ান্ত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দুটি ও কমলনগর উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
প্রার্থীরা হলেন- পাটোয়ারিরহাট ইউনিয়নে অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার, হাজিরহাট ইউনিয়নে ফরহাদ হোসেন মিয়া, চর ফলকন ইউনিয়নে সভাপতি আবদুল ওদুদ হাওলাদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মোসলেহ উদ্দিন।
রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে মাওলানা এহেতেশামুল হক ও চর পোড়াগাছা ইউনিয়নে মহিউদ্দিন।
শুক্রবার বিকেলে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হুদা চৌধুরী ও রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় প্রথম দফায় ২২ মার্চ চারটি ও রামগতি উপজেলায় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।