পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা শহরের দিলালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (৪২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মাসুদ রানা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনার সময় ইব্রাহিম হোসেন দিলালপুর এলাকার আব্দুল মালেকের মালিকানাধীন একটি বাড়িতে নির্মাণকাজ করছিলেন। এ সময় বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মৃতদেহ উদ্ধার করেন।
নিহত ইব্রাহিম সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মুন্না মোল্লার ছেলে।