মুন্সীগঞ্জে আলুর বস্তা পড়ে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে আজ সোমবার দুপুরে দেওয়ান কোল্ড অ্যান্ড আইস স্টোরে আলুর বস্তা পড়ে মো. ইউনুস (৩৪) নামের এক শ্রমিক মারা গেছেন।
দেওয়ান কোল্ড অ্যান্ড আইস স্টোরের মালিক মো. আলী দেওয়ান জানান, আজ দুপুর ২টার দিকে আলুর বস্তা রাখতে গিয়ে পা ফসকে মাচার সিঁড়ি থেকে পড়ে যান ইউনুস। এ সময় বহন করা বস্তা ইউনুসের ওপর পড়লে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মুক্তারপুর পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হবে।