বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান ও হরতাল-অবরোধের সমর্থনে আজ সোমবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর গেটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, আরাফাত আদনান লিপু, মাহফুজ বাবু, ফরহাদ হোসেন, সহ-সমাজসেবা সম্পাদক শেখ মো. মনিরুজ্জামান, সহ-ক্রীড়া সম্পাদক আরিফ, সদস্য শফিক, হাফিজ, সালাহউদ্দিন এবং আবিদ, আলামিন, স্বপ্নীল প্রমুখ।