আশুগঞ্জে বিএনপির একক প্রার্থী ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
গতকাল রোববার দুপুর ১২টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের বাসভবনে দেওয়া এ ঘোষণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমদ ও উপজেলা বিএনপি নেতা নুরু মিয়া।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. মিজান খান, চরচারতলা ইউনিয়নে যুবদল সভাপতি মো. ফায়জুর রহমান, তালশহর ইউনিয়নে গোলাম নবী হামদু, তারুয়া ইউনিয়নে মো. কবির হোসেন, লালপুর ইউনিয়নে হাজি জামাল উদ্দিন, শরীফপুর ইউনিয়নে আব্দুল আওয়াল ও আড়াইসিধা ইউনিয়নে ইউনুস ভুইয়া।
আবু আসিফ আহমেদ বলেন, ‘উপজেলার আটটি ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ২২ ফেব্রুয়ারি। সে মোতাবেক দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত একক প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র আজ (রোববার) আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আশা করি আমাদের প্রার্থীরাই বিজয়ী হবে।’
উল্লেখ্য, আগামী ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্চারামপুর উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।