শ্রীনগরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
দুই শিক্ষার্থীরা হচ্ছে শ্রীনগরের পূর্ব কামারগাঁও গ্রামের জিয়াউর রহমানের ছেলে জাহিদ (৭) ও সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৭)। তারা বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় গ্রামবাসী জানান, বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে পাশের পুকুরে গোসল করতে নামে শিক্ষার্থী জাহিদ ও আশরাফুলসহ বেশ কয়েকজন। এ সময় জাহিদ ও আশরাফুল পানিতে ডুবে যায়। দুপুর ২টার দিকে তাদের লাশ ভেসে ওঠে। স্থানীয় গ্রামবাসী তাদের উদ্ধার করে দুপুর ৩টার দিকে শ্রীনগরের ষোলঘর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এস এ শামিম মৃত ঘোষণা করেন।
এদিকে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।