যাত্রীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল পরিবহন শ্রমিক
বরগুনায় পরিবহন শ্রমিকদের মারধরের শিকার হয়েছেন দুই বাসযাত্রী। আজ সোমবার বরগুনার টাউন হল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মারধরের ঘটনায় আহত হয়েছেন, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা গ্রামের বাসিন্দা বশির খান (২১) ও মো. ছেলে মনির খান (২৭)। আহতরা সম্পর্কে চাচাতো ভাই। আহতদের মধ্যে বশির বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মনির ঢাকায় ব্যবসা করেন।
বশির জানান, দুপুরের দিকে তারা দুই ভাই বরগুনা-বেতাগী রুটের সোনার বাংলা বাসস্ট্যান্ড থেকে ভাই-ভাই পরিবহনের একটি বাসে চড়ে বরগুনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। বাসটি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে স্ট্যান্ডে এলে তারা বাসের কর্মীকে বাস থামাতে বলেন। কিন্তু বাসের কর্মী বাস না থামিয়ে তাঁদের টাউন হল নেমে তার পর উল্টোপথে আবার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যেতে বলেন।
এতে বাসের কর্মী হানিফ ও রেজাউলের সঙ্গে দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়। পরে বাসটি টাউন হল বাসস্ট্যান্ডে পৌঁছালে তারা বাস নেমে যাওয়ার সময় হানিফা ও রেজাউল তাদের দুই ভাইকে লাঠি দিয়ে মারধর করেন।
বাস শ্রমিকদের পিটুনিতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন মনির এবং আহত হন কলেজছাত্র বশির। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বরগুনা জেলারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি আহতদের সঙ্গে কথা বলেছি।’ এ ঘটনার দৃষ্টান্তুমূলক বিচারের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।