আশুগঞ্জে ৭ ইউনিয়নে ২৯৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীরা আজ সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ২০৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৬ জনসহ মোট ২৯৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে সাত ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে চরচারতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন, আড়াইসিধা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন, তালশহর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সাধারণ সদস্য পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন, তারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, শরীফপুর ইউনিয়নে চেয়রম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন, লালপুর ইউনিয়নে চেয়রম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন, দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ২৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়াসহ শত শত লোক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে। উপজেলা সদর দপ্তরের সর্বত্র ছিল লোকেলোকারণ্য। চেয়ারম্যান পদপ্রার্থীরা সর্বত্র আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন ছিল নীরব।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ও বুধবার দুদিন প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাপার দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীসহ ৩৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেছেন।