কোটচাঁদপুরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনয়নে আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দিয়েছে। জাসদ দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। এ উপজেলায় মোট পাঁচটি ইউনিয়নে নির্বাচন হবে।
আজ সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এলাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বলুহর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাব্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী হয়েছেন।
কুশনা ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী হয়েছেন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।