লক্ষ্মীপুরে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ প্রার্থী
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সাধারণ সদস্য পদে ২১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রামগতি উপজেলার চরবাদাম ও চরপোড়াগাছা এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, হাজিরহাট, পাটওয়ারীর হাট ও চরফলকন ইউনিয়নসহ ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ জানান, উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা।